বিজয় বার্তা ২৪ ডট কম
জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগনের সেবা দিতে নিজেকে উৎসর্গ করতে হবে বলে মনে করেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যানে আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল। তিনি বলেন, জনগনের সেবা ও এলাকার উন্নয়ন নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কাশিপুরের উন্নয়নে কোন ধরনের রাজনীতি চলবে না। রাজনীতিতেকে কোন দল করে তা দেখার বিষয় নয়, জনগনের সেবা আর এলাকার উন্নয়নে এক হয়ে কাজ করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে কোন অনিয়ম ও দূর্নীতি করা চলবে না। কাশিপুরকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই। বৃহস্পতিবার দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন মাসিক সভায় এম সাইফউল্লাহ বাদল এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা জনগনের প্রতিনিধি তাই আমাদের সব সময় চিন্তা করতে হবে জনগন আমাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে আসে না। তারা চায় এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা। তাই কিছু ভুলে গিয়ে এলাকার উন্নয়নসহ জনগনকে কিভাবে নাগরিক সুবিধা দেয়া যায় তা চিন্তা করতে হবে। সাইফউল্লাহ বাদল আরো বলেন, উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূলে সবাইকে সোচ্চার হতে হবে। মাদক সমাজের অভিশাপ এটাকে সমাজকে তারাতে হবে। মাদকের কারনে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে দাবিত হচ্ছে। যুব সমাজকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদকের ব্যাপারে কারো সাথে আপোষ করা চলবে না। কোন ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সাথে আততের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলে হুশিয়ারী দিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ আইয়ুব আলী, প্যানেল চেয়ারম্যান-২ শামীম আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান-৩ এড. মরিয়ম, ইউপি সদস্য শামীম আহম্মেদ, এমদাদুল হক খোকা, শামীম লুনা, জাকির হোসেন ডালিম, শফিউদ্দিন খোকন সরদার, রাবেয়া আক্তার রিমা, হেলেনা বেগম, ইউপি সচিব বাহাউদ্দিন আহম্মেদ প্রমুখ।