বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে এলাকায় ফিরেছেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। ৪ মামলায় দীর্ঘ ৫১দিন কারাভোগের পর বুধবার বিকেলে আদালত তাকে জামিনে মুক্তি দিলে সন্ধায় সে কারাগার থেকে বের হন। এ সময় তাকে বন্দরের সর্বস্তরের সিএনজি- অটোরিকশা মালিক-শ্রমিক কমিটি ও ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে ফুলেল অভ্যর্থণা জানায়। জামিন লাভের পর পরই খান মাসুদ প্রথমে মাসদাইর কবরস্থানে গিয়ে প্রয়া ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহা,নাগিনা জোহা ও প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের কবর জিয়ারত করেন। পরে তিনি শহরের চাষাড়াস্থ রাইফেল ক্লাবে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানের সঙ্গে দেখা করেন। সেখান থেকে এলাকায় ফিরে এলে বন্দর ১নং খেয়াঘাট এলাকার শত শত শ্রমিক ও অগনিত নারী-পুরুষ তাকে ফুলেল অভ্যর্থণা জানায়। এ সময় খান মাসুদ উপস্থিত ব্যাক্তিবর্গের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে বলেন,আমার শ্রমিক ভাইদের দোয়ায় এবং সাধারণ মানুষের ভালবাসার টানে ফিরে এসেছি। সকলের প্রতি অনুরোধ থাকবে এখানে কোন প্রকার অরাজকতা থাকবেনা। খেটে খাওয়া মানুষগুলো যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি কোন হাঙ্গামা চাইনা,কোন অন্যায় শাসন চাইনা। জননেতা সেলিম ওসমান এবং জননেতা শামীম ওসমানের আদর্শের কর্মী হয়ে তাদের দিক-নির্দেশনা মোতাবেক সারাটি জীবন পার করতে চাই। আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন আজীবন মানুষের সেবা করতে পারি।
