বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনাগায়ে ২৪২ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
এসময় একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
শুক্রবার(২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাড়িমজলিস সাকিন্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপড়া এলাকার মো. জামাল হোসেন (২৮), ভোলা জেলার সদর থানার ধর্নিয়া এলাকার মো. মোস্তাফিজ (৩৮), বরগুনার জেলার তালতলী মরানিদ্রা এলাকার মো. মিজানুর রহমান(৩১)।
সকালে বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে কাভার্ড ভ্যানে তল্লাশী করে ২৪২ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল।মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।