আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে কাতার-সৌদি হাইওয়েতে এ দুর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- সিলেটের কানাইঘাট উপজেলার আমরপুর গ্রামের হাছই মিয়ার ছেলে ইসলাম ঊদ্দিন ও তার সহোদর মঈনঊদ্দিন, গর্দনাকান্দি গ্রামের কুতুব আলীর ছেলে আওলাদ হোসেন এবং একই গ্রামের কাপ্তান মিয়ার ছেলে মুজিবুর রহমান।
(জাস্ট নিউজ/একে/২