বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের দ্রুত সুস্থতা কামনায় ওয়ার্ডের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর পরই জনপ্রিয় কাউন্সিলর আফজাল হোসেনের দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া পাঠ করা হয়। কাউন্সিলর আফজাল সিনিয়র ডাক্টারের পরামর্শ অনুযায়ী ঢাকা ধানমন্ডি গ্রীনল্যান্ড হাসাপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে ২৪নং ওয়ার্ডের দেওলি জামে মসজিদ,উত্তরপাড়া টি-হোসেন জামে মসজিদ,নবীগঞ্জ উজিড় পাড়া জামে মসজিদ,কাইতাখালী জামে মসজিদ,বাগে জান্নাত মোহাম্মদীয়া জামে মসজিদ,নবীগঞ্জ বাজার জামে মসজিদ,আমিরাবাত জামে মসজিদ,পূর্ব নোয়াদ্দা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিরা মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাতের মাধ্যমে কাউন্সিলরের শারিরীক সুস্থতা কামনায় দোয়া করেন। বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আলী হোসেন,হাজী বাবুল,মাওলানা সচিব মোঃ আমির হোসেন মোঃ মুজিবর রহমান,সুরুজ মিয়া,হাজী নুরুল ইসলাম,মোঃ পনির হোসেন,মোঃ জাকির হোসেন,জাহাঙ্গীর আলম,আলী আহাম্মেদ,মোঃ সোহেল,হাজী মুসলে উদ্দিন,মাওলানা ওবায়দুল্লাহ,মোঃ ফারিন,মোঃ সালাউদ্দিন,মোঃ কালুন,মোঃ মাহাবুব,মোঃ হেলাল,মোঃ নয়ন,মোঃ শাহজাহান,মোঃ সুমন,হাজী আইয়ুব,হাজী রশিদ,বাসেদ সরদার,হাজী হালিম,মোঃ ফরিদ,মোঃ,মোঃ করিমসহ বিভিন্ন মসজিদের মুসল্লিবৃন্দ।