বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রবিবার সন্ধ্যায় না’গঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সারের বাসভবনে আনুষ্ঠানিকভাবে কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব মাহাবুব পারভেজের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় কমিটির অনুমোদনের কপি মাহবুব পারভেজের হাতে সম্মিলিতভাবে তুলে দেয়া হয়। অনুমোদনের কপি হাতে তুলে দেয়ার সময় সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী হায়দার এবং সোনারগাঁও উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শফিকুল ইসলাম খান লিটন উপস্থিত ছিলেন। এ কমিটি অনুমোদনের পর কাঁচপুর সহ সমগ্র সোনারগাঁয়ে যুবলীগের নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইছবুকেও নতুন সভাপতিকে বিভিন্ন নেতা, কর্মী সহ শুভাকাঙ্খিদের অভিনন্দন জানাতে দেখা গেছে। এ বিষয়ে কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পাওয়া মাহাবুব পারভেজ গণমাধ্যমকে জানান ‘প্রথমেই আমি না’গঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তাছাড়া সোনারগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী হায়দার এবং সোনারগাঁও উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শফিকুল ইসলাম খান লিটন ভাইকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সত্যিই আজ আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব এবং আপনাদের সকলের সহায়তা কামনা করছি। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।