বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৩ বান্ডিল গাঁজা উদ্ধার করে পুলিশ। পিকআপ ভ্যানটি ঢাকায় যাওয়ার সময় পুলিশ আটক করলে চালক কৌশলে গাড়িটি ফেলে পালিয়ে যায়।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ (ঢাকা মেট্রো ন-১৫-১৪৩৭) পিকআপ ভ্যানটি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বডির ভেতরে প্যাকেট করা অবস্থায় ৬৩ বান্ডেল (৭০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকা থেকে প্রায় ৭০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার হয়েছে। ড্রাইভারকে গ্রেফতারের চেষ্টা চলছে।