বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ৩০ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি এক জরুরী সেবা আহবান করেন। সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। অনলাইন জুম কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, এমপি, বীরপ্রতীক এবং সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সরকারের সচিব মোঃ রকিব হোসেন, রেক্টর, বিপিএটিসি, পুলিশ সুপার মোহামদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। সভায় আরও অংশগ্রহণ করেন সকল পৌরসভার মেয়রবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ সহ সকল সংশ্লিষ্ট সকল সভ্যবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮টি নির্দেশনার আলোকে আজ ৩০ মার্চ ২০২১ নারায়ণগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
· সকল ধরণের জনসমাগম ও বিয়ে জন্মদিনসহ অন্যান্য সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় অনুষ্ঠান সকল ধরণের মেলা আয়োজন সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে।
· মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্য বিধি প্রতিপালন করতে হবে।
· পর্যটন/বিনোদন কেন্দ্র/ সিনেমা হল/ থিয়েটার হল/ শপিং মল যাতায়াত সীমিত করতে হবে এবং নিরুৎসাহিত করা হবে।
· হোটেল-রেঁস্তোরাসমূহে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ প্রবেশ করতে পারবে না।
· গণপরিবহণে স্বাস্থ্য বিধি মেনে ধারণ ক্ষমতার ৫০ ভাগ যাত্রী পরিবহন করতে হবে।
· ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্ত: জেলা যান চলাচল সীমিত করতে হবে ও প্রয়োজনে বন্ধ করা হবে।
· করোনা আক্রান্ত/লক্ষণ যুক্ত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তি এবং বিদেশ হতে আগত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।
· সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। যেকোন ধরণের গণপরীক্ষায় যথাযথ স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে।
· সভা সেমিনার কর্মশালা অনলাইনে আয়োজন করতে হবে। ঘরের বাইরে অপ্রয়োজনীয় আড্ডা এবং রাত ১০ টার পর ঘরের বাইরে বের হওয়া বন্ধ থাকবে।
· সরকারি-বেসরকারি অফিস ও শিল্পকারখানায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্য বিধি প্রতিপালন করে ৫০ ভাগ জনবল দ্বারা কার্যক্রম পরিচালনা করতে হবে।
· গর্ভবতী/অসুস্থ/৫৫উর্ধ্ব কর্মকর্তা কর্মচারী বাড়িতে বসে কর্মসম্পাদন করবেন।
· জরুরী প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্য বিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
· জরুরী নিত্য প্রয়োজনীয় দ্রব্য খোলা উন্মুক্ত স্থানে স্বাস্থ্য বিধি মেনে ক্রয় বিক্রয় করতে হবে।
· স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও ঔষধের দোকানে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন করতে হবে।