বিজয় বার্ত ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল ও ফ্যাশন হাউজ নকশার ব্যবস্থাপনা পরিচালক এটিএম জামাল এর পিতা মরহুম এম এ তাহের মাষ্টার এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুত্রবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আসর এটিএম কামাল এর মিশনপাড়াস্থ নিজ বাড়ী সোনারগাঁও ভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি এ্যাডভোকেট আবুল কামাল, মরহুমের ভগ্নিপতি বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, ভাই বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মিলু, রাজনীতিবীদ মাওলানা মাঈনুদ্দিন আহম্মেদ, ইসলামিক সোসাইটি’র ইকবার আহম্মেদ শ্যামল, রাজনীতিবীদ আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, মুন্সী সামশুর রহমান খান বেনু, আব্দুস সবুর সেন্টু, মোঃ উজ্জ্বল হোসেন, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, মিশনপাড়া মসজিদ পরিচালনা পরষদের সদস্য মোসাদ্দেক হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।