বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির ষষ্ঠ কাউন্সিলের সাড়ে চার মাসের বেশি সময় পর পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে দলটি।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটি ঘোষণা করেন।
বিএনপির নির্বাহী কমিটিতে মোট সদস্য ৫৯৮ জন। তবে ঘোষণা করা হয়েছে ৫৯৪ জনের নাম। এর মধ্যে যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক ও সহসম্পাদকসহ চারজনের নাম ঘোষণা করা হয়নি।
১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যানের সংখ্যা ১৭ থেকে ৩৫ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার সংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৭৩ করা হয়েছে।
বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি দেখতে এখানে ক্লিক করুন
