বিজয় বার্তা ২৪ ডট কম
আদিল সাদ
যে নীল ঢেউ সাগরে
ডুবে আছে কথা
যে জলে নেই কোন ধার,
কোথায় আবার জ্বলে অগ্নিধ্বনি?
এই আর্তনাদের সুর।।
যে ভাষায় শুরু হয়
আমার মা বলা ডাক
প্রিয়ার আর্তনাদের ব্যাথা
যার অক্ষরে মিশে থাকে
আমার প্রেম বিন্যাস
ভাইয়ের নিঃশেষ রক্তস্নান
আমি কি করে বলব
এই বাংলা!
তোমাকেই ভালবাসি।।
যেখানে আমি মিশে মগ্ন
আমার প্রানের ভাষায়,
সেখানে দেখবো না,
আর নরখাদকের গনহত্যা
ভূষিত এ দেশ
যারা কেড়ে নেয়,
আমার মায়ের ভাষা
মা বলা ডাক।
সত্যি মা আমি তোমাকেই ভালবাসি
তোমার একুশ আছে বলে
আজ প্রানে সুর খুঁজে পেয়েছি।
মাগো আমি তোমার একুশ।।
তুমি আমার ভালবাসা।।