বিজয় বার্তা ২৪ ডট কম
প্রশ্ন পত্র ফাঁস ঠেকাতে আইনশংঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এইচএসসি বা সমমানের দ্বিতীয় দিনের বাংলা ২য় পত্র পরীক্ষা।
মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হয়ে টানা তিনঘন্টা পর্যন্ত চলে এই পরীক্ষা। জেলায় মোট ২৩ টি কেন্দ্রের মোট পরীক্ষার্থী ২১ হাজার ৬ শ’ ৯৬ জন। এদের মধ্যে আজকের পরীক্ষায় মোট ১৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল বারী বিষয়টি নিশ্চিত করেন।
এসময় পরীক্ষা চলাকালে আইনশঙ্খলা বাহিনী ও জেলা ম্যাজিস্ট্রেটের টীম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।