বিজয় বার্তা ২৪ ডট কম
ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার সকাল থেকে র্যাব-১১ এর নৌ টহল কার্যক্রম শুরু হয়েছে।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী অধিনায়ক এএসপি শাহ্ শিবলী সাদিক জানান যে, পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষে নাশকতামূলক ও অপ্রীতিকর কর্মকান্ড রোধ এবং নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে সড়ক পথের পাশাপাশি শীতলক্ষ্যা নদীতে নৌ টহলের মাধ্যেমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশুর হাট, পশু পরিবহন, ঈদের জামাত, গার্মেন্টস শিল্প, বিপনী বিতান, বাস ও রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সর্বোচ্চ। সকল স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে র্যাব টহল দল নিয়োগের মাধ্যেমে সকল প্রকার চাঁদাবাজী, ছিনতাই, প্রতারক চক্র, দালাল ও সন্ত্রাসী কর্তৃক সাধারণ/নিরীহ ক্রেতা/বিক্রেতাদেরকে হয়রানী বন্ধে র্যাব বদ্ধ পরিকর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জ এলাকার বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী ব্যবহার করে নদীপথে বিক্রেতা ও ক্রেতা অসংখ্য পশু বহন করে থাকে। গবাদি পশুর সাথে সংশ্লিষ্ট জনসাধারণ এবং বিক্রেতা যাতে কোন প্রকার চাঁদবাজি, ডাকাতি, ছিনতাই, জলদস্যুর কবলে পরে বিশেষ করে নিরীহ জনসাধারণ যাতে সর্বহারা না হয় সে লক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে র্যাব -১১ এর নৌ টহল কর্যক্রম শুরু করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে নৌ টহল কার্যক্রম চলমান থাকবে।
