বিজয় বার্তা ২৪ ডট কম
ঈদের পর ফের নারায়ণগঞ্জে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।
বুধবার বিকাল ৪টায় শহরের চাষাঢ়া চত্বর থেকে শুরু করে শহরের ডনচেম্বার ও পৌর হকার্স মার্কেটের সামনে এবং বঙ্গবন্ধু সড়কের পাশে বসা অবৈধ দোকান উচ্ছেদ পরিচালনা করা হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ(ট্রাফিক)মো. বদরুল আলম’র নেতৃত্বে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর মুরাদ পারভেজ, নারায়ণগঞ্জ বিদুৎ বিভাগ এর জুনিয়র ইঞ্জিনিয়ার মো. হিমেল হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সি আই শ্যামল পাল এবং নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন, বিদুৎ বিভাগ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর উচ্ছেদ কারী দল।
অতিরিক্ত পুলিশ(ট্রাফিক) মো. বদরুল আলম বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ফুটপাত দখল মুক্ত করার আলোচনা হয়। সে আলোচনা মোতাবেক আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বিদুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা শহরের ফুটপাত দখলদার ও অবৈধভাবে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করছি।এই অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং পালাক্রমে এই উচ্ছেদ অভিযান চলবে।
