বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের তিনটি এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজার পৌরসভার শিবপুর, নয়াপাড়া ও ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুলাহ ও আড়াইহাজার থানার পুলিশ কর্মকর্তারা।
তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুলাহ বলেন, এ উপজেলায় দীর্ঘদিন ধরেই হাজারো বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ঠিকাদার ও স্থানীয় চক্র লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এর আগে, একাধিকবার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পুনরায় এসব চক্র সক্রিয় হয়ে ওঠে। এবার যেন পুনরায় গ্যাসের অবৈধ সংযোগ দেয়া না হয় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে।