বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাকিব হোসেন নামে এক যুবকের মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার সাতগ্রাম ইউপির চারগাঁও এলাকায় একটি চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাকিব নরসিংদীর মাধবদী উপজেলার চৌয়া এলাকার জাম্বু মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনদিন আগে কারাগার থেকে জামিনে বের হন রাকিব। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে তার মুখ বাঁধা লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি নজরুল আরো বলেন, রাতের আঁধারে দুবৃর্ত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।