বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে উপজেলার গোপালদী পৌরসভাস্থ সদাসদী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আড়াইহাজারের গোপালদী পৌরসভাস্থ সদাসদী পূর্বপাড়া এলাকার হাছানের ছেলে ফাহিম (১৯), একই এলাকার হান্নানের ছেলে সাঈদী (২২), একই এলাকার খোকনের ছেলে আলাল (২২), রূপগঞ্জের গোলাকান্দাইলের হারুনের ছেলে কায়সার আহমেদ (২২) ও একই এলাকার ইসলামের ছেলে রুবেল (২৯)।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহমেদ জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীণ।ডাকাতির সম্পৃক্ত বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।