বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণ শিল্পালয়ে হামলা চালিয়ে মালিক ,কর্মচারীকে পিটিয়ে আহত করে স্বর্ণ,রূপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। হিন্দু পাড়ায় পুনরায় সন্ত্রাসী হামলার আশংকায় হিন্দুদের মধ্যে আতংক বিরাজ করছে। হামলার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাটি ঘটেছে, বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী বাজারে।
জানাগেছে, ঐ দিন দাবুরপুরা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে রাজীব(৩৫) ও সিঙ্গারপুর গ্রামের সিরাজের ছেলে সাইফুল সুলতানসাদী বাজারে রায় স্বর্ণ শিল্পালয়ে যায়। তারা ঐ স্বর্ণ শিল্পালয়ের মালিক গোপাল রায়ের কাছে ২৭০০ টাকা পাবে বলে তর্কবিতর্ক করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হলে তার কিছুক্ষণ পর রাজীব ও সাইফুল তাদের সহযোগী ৪০/৪৫ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে রায় স্বর্ণা শিল্পালয়ে হামলা চালান। তারা গোপাল রায়(৩৭) ও তার দোকানের কর্মচারী তপন ঘোষ (৪২) কে পিটিয়ে আহত করে। পরে তারা দোকানের সার্টার ভেঙ্গে দোকানের সিন্দুক থেকে ৭ভরি ওজনের স্বর্ণালংকার,৮০ভরি রৌপ্য অলংকার,নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা দোকানে অগ্নি সংযোগের ও তাদের হিন্দু পাড়ায় হামলার প্রস্তুতি নিলে বাজারের লোকজন তাদের বাঁধা প্রদান করে। ঐ সময় সন্ত্রাসীরা বাজারের ব্যবসায়ী আরজু (৫৫), মোশারফ(৪০), রতন(৬০), ইসমাইল ভূইয়া(৩০) ও ইব্রাহিম(৬৫) কে পিটিয়ে আহত করে। পরবর্তীতে বাজারের সকল ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা পিছু নেয়। সন্ত্রাসীরা দোকান ও হিন্দু পাড়ায় হামলা চালিয়ে অগ্নি সংযোগ করবে বলে হুমকী দিয়েছে বলে গোপাল রায় জানান।
এ ঘটনার পর থেকে স্থানীয় হিন্দু পাড়ায় আতংক বিরাজ করছে। ঘটনার পর খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রায় স্বর্ণ শিল্পালয়ের মালিক গোপাল রায় ১০ জনের নাম উল্লেখ করে ৪০/৪৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান,দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।