বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৮ বছরের তরুণীকে ধর্ষণ মামলার আসামী ফয়সালকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামী মো. ফয়সাল (২৯) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাহেন্দি গ্রামের আফছারের ছেলে।
বিষয়টি মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় র্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু নিশ্চিত করেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত ২২ মার্চ অনুমান রাত সাড়ে ৮ টায় ভিকটিম (১৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন কাহেন্দি গ্রামে তার ভাড়া বাসায় শুয়ে ছিল। এমতাবস্থায় গ্রেপ্তারকৃত আসামী ফয়সাল এর সহায়তায় সঙ্গীয় আসামী সেলিম ভিকটিমের ঘরের টিনের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এরপর ফয়সাল ও তার অন্যান্য সঙ্গীয়দের সহায়তায় আসামী সেলিম ভিকটিমকে হাত-পা বেঁধে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গ্রেপ্তারকৃত আসামী ফয়সাল ও সঙ্গীয় পলাতক আসামীরা ভিকটিমকে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শণ করে পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় ২৩ মার্চ ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ধর্ষণের পর থেকে এজাহারনামীয় আসামী ফয়সাল (২৯) কৌশলে আত্মগোপন করে। এর প্রেক্ষিতে র্যাব-১১ এর
একটি টীম সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে আড়াইহাজার থানাধীন তিলচন্দ্রদী বাজার এলাকা ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।