বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে জমির সীমানার বিরোধ শালিশে সমাধান হলেও আচমকা গ্রাম্য বিচারে হামলা চালিয়ে ১জনকে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী হত্যার সাথে জড়িত জামালউদ্দিন,ইয়ানুছ দুই ভাইকে আটক করে হণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গতকাল ১৯ ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দী গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বাড়ির সীমানা নিয়ে এলাকার বাতেনের সাথে আঃ আজিজের ছেলে জামালউদ্দিন,ইয়ানুছ ও আলমগীরের বিরোধ চলছিল। এ নিয়ে এর আগে বেশ কয়েকবার এলাকায় শালিশ বসেও কোন মিমাংসা দিতে পারেনি।
গতকাল দুপুরে স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার খোকন এর আহবানে এলাকার ইব্রাহিমের বাড়িতে উভয় পক্ষের লোকজন নিয়ে শালিশ বসে। শালিশের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে জামালউদ্দিন গং দের পক্ষের তাদের দুর সম্পর্কীয় চাচাতো ভাই মিছির আলীর ছেলে মহিবুর রহমান সহ বেশ কয়েকজন আম গাছের মোটা ডাল দিয়ে বাতেনের মাথায় সজোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। এতে বাতেনের নাক ও কান দিয়ে প্রচুর রক্ত ক্ষরন হলে স্থানীয় লোকজন বাতেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সানজিদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাতেন সুলপান্দী গ্রামের দেওয়ান আলীর ছেলে। সে পেশায় একজন কৃষক। তার ২টি শিশু কন্যা ফারজানা (৪) ও ফারিহা (১) রয়েছে।
ডাঃ সানজিদা আক্তার জানান,হাসপাতালে আনার আগেই বাতেনের মৃত্যু হয়েছে। তিনি জানান,মাথায় প্রচন্ড আঘাতে মাথা না ফাঁটলেও মাথা থেঁতলে গিয়ে ব্রেনে প্রচুর রক্ত ক্ষরণের কারনে তার মৃত্যু হতে পারে।
নিহত বাতেনের ভাই জুলহাস জানান, হত্যাকারীরা গ্রাম্য বিচারে পূর্ব পরিকল্পিত ভাবেই তার ভাই বাতেনকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর মূল হত্যাকারী মহিবুর পালিয়ে যায়। হত্যার সাথে জড়িত জামালউদ্দিন ও ইউনুছ পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনী দেয়।
খবর পেয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন ত্বরিত ঘটনাস্থলে যান। সেখান থেকে পুলিশ জনতার হাতে আটক জামালউদ্দিন(৫১) ও ইউনুছ(৩৩)কে গ্রেফতার করেন।
পুলিশ ওই দিন বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করেছে। নিহতের স্ত্রী বিলকিছ আক্তার থানার সামনে বিলাপ করে বলতে থাকেন, আমার দুই শিশু কন্যা নিয়ে আমি এখন কোথায় যাব। কে আমাদের খাওয়ার দেবে পরার দেবে। বিলকিছ কিছুক্ষন পর পর বেহুস হয়ে যান।
ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও গ্রাম্য বিচারের আহবানকারী খোকন মেম্বার জানান, উভয় পক্ষের অনুরোধে দীর্ঘদিনের সমস্যা সমাধানে এলাকার গন্যমান্য সকলকে নিয়ে ঐ দিন উভয় পক্ষকে নিয়ে ঘটনার সুষ্ঠু সমাধান দেওয়া হয় এবং তাদের সকলের মতামতের ভিত্তিতেই জমি মাপার লোকজন দিয়ে তাদের স্ব-স্ব সীমানা মাপার সময় এ আচমকা মহিবুরের নেতৃত্বে কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই বাতেনের উপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করে। যা পরে হত্যাকান্ডে রূপ নেয়।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর(তদন্ত) সফিউল আজম জানান,ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতারের লক্ষে পুলিশ অভিযান চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছিল।