বিজয় বার্তা ২৪ ডট কম
আমি এই আমি!
নিয়তির দহনে নৃপতি আমি,
জম্মদাত্রীর ত্যাগের এক উচ্চভিলাষী
সভ্যতার স্রোতে অন্নহীন, বস্ত্রহীন,
বেকারত্ব দাসত্বের
অগ্নিমূর্তি সামনে রেখে
প্রবঞ্চনার অধিপতিত্বে ঘেরা
ভূধরে কোথায় আমি?
ঘানি খাটনি জাতি ক্লান্তিপূর্ণ অবমূর্তি,
অপয়া নিস্কর্মা বলি,
পথের বাকে তপ্ত চোখ,
মুছে ফেলা গ্লানি,
অতঃপর মুখগম্ভীর ঐ ক্ষতশূন্য পথিক।
রক্তচোষা প্রভুপত্তি,নিশ্চুপ শ্রমিক আর-
পা চাটা পতিতা ভিড়ে,
আজ নিসঙ্গ বিদ্যাপীঠের মুক্ত বানিজ্য,
বিচ্ছুরত হওয়া সম্ভবনা স্বর অনিচ্ছুক,
মেধাবী ছাত্রের দরিদ্রতা;
লুটতরাজ রাজনীতি,
ধ্বংস সাধন করে অস্ত্র, ইয়াবা।
আজ ঐ ডাস্টবিন ক্ষুধা,
হানাদার ভীড়ের নিশ্চুপ হৃদয়,
কাদে নিয়তি দুদর্মনীয় সভ্যতা
কসাই বিজ্ঞ হানাদার সেবক নিস্তার করে প্রাণ……….
আত্মঘাতী মৌনতার স্লোগান তোলে
কালের মিছিলে আমি ই সত্যি।
কাব্যগ্রন্থ :কে তুমি কবি