বিজয় বার্তা ২৪ ডট কম
ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন ভক্তদের।
সম্প্রতি নিজের জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষটির কথা জানিয়েছেন মিমি। নিজের ফেইসবুক পেজে তার ছবিও শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন মনের কথা।
মিমির সেই মনের কথার মধ্যে কোনো গসিপ খুঁজে পাওয়া যাবে না। কারণ মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ হচ্ছেন তার বাবা। ছবির ক্যাপশনে মিমি লেখেন, ‘আমার সাপোর্ট পিলার। আমার শক্তি। আমার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ।
জলপাইগুড়ি থেকে কলকাতায় এসে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন মিমি। নিজের চেষ্টায় জিতে নিয়েছেন দর্শক হৃদয়। আর এই কাজে তিনি সবসময় পাশে পেয়েছেন বাবা এবং মাকে।