আদিল সাদ
বিজয় বার্তা ২৪ ডট কম
আমার বাংলার স্বাধীনতা তুমি,
খুজে নেব,সকালে নদীর স্রোতে
রক্তিম সূর্যোদয়ের প্রান্তে।
জেগে ওঠে আবার ,ভোরের প্রভাতে
দোয়েলের সুরের কণ্ঠে।
পরাধীনতার গ্লানি ক্লান্তে
নির্যাতিত পিতার অবুঝ প্রেম
কণ্ঠহারা মায়ের সুরে
স্বাধীনতা তুমি ফিরে এসো
এই বাংলাকে ভালবেসে ।
কেউ ডাকবে না
চৈত্রের খরায়, শূন্যতার দাবি নিয়ে
জেগে উঠবে না,
রের্ডকোর্স ময়দানের ধ্বনি
মুছে যাবে না বাংলার
সেই নিঃশেষ বানী।
ডাকবে না বঙ্গবন্ধুর
নিয়তির শেষ ভাষন,
জেগে ওঠো সোনার বাংলা
গড়ে তুলো সুশাসন।
আর হবে না দেখা, গভীর রাতের
উৎশৃঙ্খল হানাদার খাদকদের হানা,
ফিরে আসবে না ,অগ্নিঝড়া
আমার স্বাধীনতা
জিয়ার কণ্ঠে বলা।
আমি শুনব না
এই নরখাদকের পতিতা সৃষ্টি,
পথিকের কথা।
দেখব না আর
লুঠতরাজ রাজনীতি,
মানুষ পুড়িয়ে মারা।
মৌনতার সুরে ভেসে
রবে না ধর্ষিতার,ললনার আগুন।
থাকবে না এই বাংলায়
পাষন্ড নরঘাতক
রাজাকারের প্রসাশন।
আমি খুঁজে নেব
স্বাধীনতা
অবুঝ শিশুর মাঝে
তুমি ফিরে আসবে আবার
এই বাংলাকে ভালবেসে।