বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার সকাল ৯টায় বন্দরে অটিজম চাইল্ড মর্ডান একাডেমি প্রতিবন্ধি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ২০ জন প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরন করেন। কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেীসুমি হাবিব, সমাজসেবক অফিসার মো: শহিদুল ইসলাম,বন্দর উপজেলা সমাজসেবক ও ইউনিয়ন কর্মকর্তা আব্দুল মতিন, নাজিম উদ্দিন প্রধান, আলতাফ হোসেন, নাজিম আহমেদ, হাজী গোলাপ হোসেন, হাজী হানিফ, মঞ্জু মেম্বার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন অটজম চাইল্ড মর্ডান একাডেমি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সোনিয়া ইসলাম শিমু। প্রধাণ অতিথির বক্তব্যে ইউএনও মৌসুমী হাবিব বলেন,প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার মানুষিকতা যারা রাখে তার সত্যিকার অর্থেই একজন আদর্শ মানুষ। সোনিয়া ইসলাম শিমু অটিজদের নিয়ে কাজ করে মহানুভবতার পরিচয় দিয়েছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি একই সাথে যে কোন সহযোগিতার জন্য আমরা সর্বদা তার পাশে থাকবো। আমাদেরকে মনে রাখা উচিত অটিজমরাও মানুষ। অটিজমদের সামাজিক মর্যাদা দিতে হবে।