বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারমান আনোয়ার হোসেন বলেছেন, আমরা সমাজিক ও রাজনৈতিকভাবে চরমভাবে ব্যার্থ হয়েছি । কারন ভাষা সৈনিক ও স্বাধীনতা যুদ্ধের গুরুজনকে সম্মান করতে পারিনি। আগামী ফেব্রুয়ারীর আগে নারায়নগঞ্জ জেলার সকল ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরী করা হবে ।
রবিবার বিকাল ৩ টার দিকে ভাষা সৈনিক আক্কাস আলী স্মৃতিচারন সভায় প্রধান আলোচকের বক্তবে তিনি এইসব কথা বলেন ।
ভাষা সৈনিক আক্কাস আলী স্মৃতি পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেন মাখন এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন, আক্কাস আলী সৃতি পরিষদের প্রধান উপদেষ্টা সাহেদ আলী মজনু, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আকসির, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল , জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সাংগঠনিক সম্পাদক মাকিত মোস্তাকিন শিপলু সহ অনেকই ।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার সকল ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বের করে তাদের কে গুরুজন সম্মাননা দিবো । এতে করে অনেক বাধা আসতে পারে কিন্ত এই সকল কিছু অতিক্রম করে আমরা গুরুজন সম্মাননা প্রদান করবো।
তিনি আরো বলেন , আমরা যে দলেই করি না কেন আমাদের উচিৎ যারা দেশের জন কাজ করেছে তাদেরকে সম্মান করা । আমরা সমাজিক ও রাজনীতিক ভাবে চরমভাবে ব্যার্থ হয়েছি । কারন ভাষা সৈনিক ও স্বাধীনতা যুদ্ধের গুরুজনকে সম্মান করতে পারিনি। শুধুমাত্র বিশেষ দিন এলে আমরা তাদের স্মরন করি আর দুই একদিন পর সবকিছু ভূলে যাই। তাই সব সময় তাদেরকে স্মরন রাখতে হবে ।