বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে রুপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনগুলো।
দুপুর ৩টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা জানান তারা।
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গাজী গোলাম দস্তুগীর(বীর প্রতীক) এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, রুপগঞ্জ আওয়ামীলীগ এর সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল মোতালিব, কায়েদপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মিলন সহ রুপগঞ্জ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এ শ্রমিক লীগ এর নেতাকর্মীবৃন্দ।
গাজী গোলাম দস্তুগীর বলেন, আব্দুল হাই একজন সৎ, সোজা ও সাদা মনের মানুষ। জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। কখনো প্রতিবাদ করেনি। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভালোবেসে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ এর দায়িত্ব দিয়েছেন । প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে জেলা আওয়ামীলীগের সভাপতির পদে দায়িত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা গর্বিত যে রুপগঞ্জের কৃতি সন্তান আবদুল হাইকে জেলা আওয়ামীলীগ এর সভাপতি করা হয়েছে। তাই আমরা আজ উৎসব মুখরভাবে রুপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গসংগঠন সমূহ নিয়ে নব নির্বাচিত সভাপতি আব্দুল হাইকে ফুলেল শুভেচ্ছা জানাতে হাজির হয়েছি।
তিনি বলেন, তিনি জেলা পরিষদ প্রশাসক হয়ে নারায়ণগঞ্জে উন্নয়ন মূলক কাজ করছে। আমরা আশাকরি জেলা আওয়ামীলীগ এর সভাপতি হয়ে তিনি আরও বেশী উন্নয়নমূলক কাজ করবে। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামীলীগ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে আশা ব্যক্ত করেন। বর্তমান দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। জঙ্গীবাদ ও সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে যে নারায়ণগঞ্জে বসবাস করতে পারি।
আব্দুল হাই বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা পেয়ে আমি আজ আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য ব্যক্তি হিসেবে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগ এর সভাপতির দায়িত্ব প্রদান করেছেন। তাই আমি তার কাছে চিরকৃতজ্ঞ। আমি জেলা প্রশাসক থাকা অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছি। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আমি বেশি উন্নয়ন করেছি। ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমুখী প্রশিক্ষন প্রদান করেছি। যাতে করে তারা সাবলম্বী হতে পারে। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন জেলা আওয়ামীলীগের সভাপতি পদে ঠিক মত দায়িত্ব পালন করতে পারি। এসময় আওয়ামীলীগের সকল নেতৃকর্মীদের সাথে নিয়ে আধুনিক নারায়ণগঞ্জ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।