বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ফ্রেব্রুয়ারী) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এবং কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান মিজান।
উক্ত সভায় ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা আওয়ামীলীগের সদস্য করিম পাঠান, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, সহ সভাপতি আলাউদ্দীন প্রধান, সহ সভাপতি হাজ্বী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আউয়াল, ইউপি সদস্য মোশাররফ হোসেন, আব্দুল হাই, মোয়াজ্জেম হোসেন, সাবেক সদস্য মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, যুবলীগ নেতা সফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম জেমিন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, সব সময় কায়েতপাড়া ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, থাকবো। আপনাদের সমর্থনই আজ আমি চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী। আপনাদের সকলের দোয়া ও সহযোগীতায় আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার মাঝি হওয়ার সুযোগ দেন, আমি কথা দিচ্ছি সারাজীবন আপনাদের জন্য কাজ করে যাবো।