বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে বন্ধকৃত আদমজী জুট মিলস্ লিঃ এন রোগাক্রান্ত শ্রমিকদের চিকিৎসা অনুদানের চেক হস্তান্তর করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। বুধবার সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের কার্যালয়ে এ চেক বিতন করা হয়। এসময় প্রধান অতিথি সিহাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব শাহাব উদ্দিন। বিশেষ অতিথি সিহাবে উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তরের সহকারী পরির্দশক শেখ আসাদু জামান (ডিআইজি) শ্রম ও কর্ম সংস্থানের মন্ত্রনালয়ের সহকারী শ্রম পরিচালক সাদেকুজ্জামান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি আব্দুল সামাদ ব্যপারী, আদমজী জুট মিল চালু সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ সাহাবুদ্দিন, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল রহিম, শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব আনোয়ার ইসলাম, ব্যবসায়ী ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা সেলিম মোল্লা, মাসুদ রানা, কবির হোসেন প্রমূখ। এসময় ১২ জন অসুস্থ্য শ্রমিককে ৩ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

