বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টের নিরাপত্তাপ্রহরী মোঃ শামীম (২০) কাভার্ডভ্যান চাপায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮ টার দিকে আদমজী ইপিজেডের অভ্যন্তরে। ইপিজেডের অন্যান্য নিরাপত্তারক্ষী ও থানা পুলিশ জানায়, ইপিক গার্মেন্টের একটি কাভার্ডভ্যান ( নং ঢাকামেট্রো- খা- ১২-৭৩৩০) এর চালক অসাবধানতাবশত গাড়িটি চালিয়ে ঘুরাতে যায়। এ সময় নিরাপত্তারক্ষী শামীম গাড়ির চালককে সিগন্যাল দেওয়া সত্বেও গাড়ি চালক না দেখে শামীমের উপর তুলে দেয়। মুমুর্ষ অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কতর্বরত ডাক্তার শামীমকে মৃত ঘোষণা করেন। শামীমের পিতার নাম নিজাম উদ্দিন মল্লিক। মাগুরা জেলার মহাম্মদপুর থানার আষারচর গ্রামে তার বাড়ি। এ ঘটনায় আদমজী ইপিজেড এলাকায় অন্যান্য নিরাপত্তারক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।