বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জের জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে।
সংশ্লিষ্ট জেলা প্রশসকরা এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।