বিজয় বার্তা ২৪ ডট কম
আগামীকাল বিকেল পাঁচটা থেকে হকার বসবে বলে আল্টিমেটাম দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ।
তিনি বলেন বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করতে পারবে না। যদিও হয় তবে সেটা শামীম ওসমানের মৃত্যুর পর। আমি জনগণের জন্য রাজনীতি করি । তাদের ভালমন্দ দেখার দায়িত্ব আমার। গায়ের জোরে সব কিছু হয় না । আপনারা আমার ছোট বোন আইভীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেদায়েত করেন।
সোমবার ( ১৫ জানুয়ারি ) বিকালে শহরের চাষাঢ়া পৌর মার্কেটের সামনে হকার্স সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, বিগত পঁচিশদিন যাবত এই হকাররা ডিসি, এসপি, মেয়রের কাছে গিয়ে তাদের কিছু একটা করার অনুরোধ জানান । কিন্তু সবাই এই হকারদের আশ্বাস দিয়েছেন তাদেরকে পূর্ণ বাসনের উদ্যোগ গ্রহণ করেনি । আগামী কাল ( ১৬ জানুয়ারি ) বিকেল পাঁচটার মধ্যে হকারদের পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে তা নাহলে তারা বসবে। বর্তমানে তারা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে না খেয়ে জীবন যাপন করছে । তাই আগামী ফেব্রুয়ারি পর্যন্ত হকার বসবে তারপর তাদেরকে বিকল্প ব্যবস্থা করে তাদের কে অন্য জায়গায় পূর্ন বাসন করা হবে । আইনশৃংখলা বাহিনীর প্রতি নির্দেশ, হকারদের গায়ে যেন একটি আঘাত করবেন না । হকারদের উপর কোন প্রকার হয়রানি না করে । আমি দেখবো কে এই হকারদের বসতে বাধা দেয় । আর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের বলবো তোমরা মাঠে থাকবে কেউ এই হকারদের বসতে বাধা সৃষ্টি করতে আসলে তোমরা তাদেরকে প্রতিহত করবে । আর আপনারা কাউকে কোন প্রকার টাকা পয়সা দিবেন না ।
সমাবেশে হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি মো. আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ বাদল, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল ও জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি।এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা কমিউনষ্ট পার্টির সভাপতি হাফিজ উদ্দিন, শ্রমিকলীগ নেতা রহিম মুন্সি ও পলাশ সহ অন্যান্যরা।
এসময় বিক্ষোভ সমাবেশটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।