বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ২৪ শে নভেম্বর জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন। আসন্ন আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলায় এই পরিচিত সভা অনুষ্ঠিত হয় ।
আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক সিনিয়র আইনজীবী এড. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, সিনিয়র আইনজীবী এড. আমিনুল হক, মোজাম্মেল হক নান্নু, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল, এড. মাসুদুর রহমান রউফ, এড. রশিদ ভূঁইয়া, এড. শামসুল ইসলাম ভূঁইয়া, এড. নাসিমা হাসনাত, এড. সেলিনা ইয়াসমিন, এড. আলী আকবর সহ আরো অনেকেই।
এ সময়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল দিপু-পলু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৭ সদস্যদের প্যানেলকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন এবং আওয়ামীলীগ এর মনোনীত এই পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান জানান।
পরিচিতি সময়ে সভাপতি প্রার্থী এড. আনিছুর রহমান দিপু বলেন, আমি উন্নয়নে বিশ্বাস করি। তাই আমি বিগত সময়ে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও পরবর্তীতে এই সমিতির সভাপতি হয়েছি।
আমি আমার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই। তার জন্য আমি আগামী ২৪ শে নভেম্বর নির্বাচনে সবার দোয়া ও ভোট প্রার্থনা করছি। যদি আইনজীবীরা আমাকে এবারও ভোট দিয়ে জয়যুক্ত করে তা আমি অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। গত বছর আমি ওয়াদা করছিলাম দুই কোর্ট এক সাথে থাকবে। আর তা করতে সফল হয়েছি । ইতি মধ্যে আইন, বিচার মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা সচিব ও আইন মন্ত্রী এসে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে দুই কোর্ট এক সাথে রাখা হবে এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে অতি শীঘ্রই কাজ শুরু করেন।
তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যেই নতুন মেজিস্ট্রেট কোর্টের কাজ শুরু হবে এবং নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ সেলিম ওসমানের সহযোগিতায় নতুন আইনজীবী ভবনের কাজ শুরু হবে।
দুই কোর্ট একত্রিত ও নতুন আইনজীবী ভবন নির্মাণ করতে হলে আওয়ামীলীগ এর মনোনীত দিপু-পলু পরিষদকে সকল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান করেন। অন্য কোন প্যানেল বিজয়ী হলে এই অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা সম্ভব হবে না। তাই আমি আগামী ২৪ শে নভেম্বরের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী করে এই বারের উন্নয়নের ধারা অব্যাহত ও অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ দেওয়ার জন্য সাধারণ আইনজীবী ভোটারদের কাছে আহ্বান জানান তিনি।