বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের বষীয়ান রাজনীতবিদ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাবেক অন্যতম সদস্য আওয়ামীলীগের নিবেদিত প্রাণ আলহাজ্ব আবদুল হক মাতবরকে শেষ বিদায় জানাতে ছুটে গিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী শুক্রবার সকালে তিনি মরহুমের মদনগঞ্জ পিএম রোডস্থ বাস ভবনে ছুটে যান। এ সময় তিনি মরহুম আবদুল হক মাতবরের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেখান থেকে ফেরার পথে এলাকাবাসী তাকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে নানা প্রশ্ন করেন। এলাকাবাসী তাকে মার্কা না পেলেও নির্বাচনে মেয়র প্রাথী হিসবে অনঢ় থাকার আহবান জানান। জবাবে মেয়র আইভী বলেন,আমি অত সহজেই বিচলিত হওয়ার মানুষ নই। আমি আলী আহাম্মদ চুনকার মেয়ে ভাঙ্গতে শিখেছি মচকাতে শিখি নাই। নৌকার মনোনয়ন দেয়ার মালিক একমাত্র জননেত্রী শেখ হাসিনা। তৃনমূলের দোহাই দিয়ে গোপনে বৈঠক করে কেন্দ্রে প্রার্থী দেয়ার নাটক বঙ্গবন্ধু কণ্যার আগে থেকেই জানা। নৌকা কোন সাধারণ মার্কা নয় নৌকা বঙ্গবন্ধুর মার্কা নৌকা দেশরতœ শেখ হাসিনার মার্কা নৌকা ন্যায় নীতির মার্কা। এই মার্কা এমন প্রার্থীকেই দেয়া হবে যে এই মার্কার সম্মান ধরে রাখতে সক্ষম হবে। মেয়র আইভী ছড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী বীরমুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন,ওয়াদুদ হোসেন টিটু,ফারুক চৌধুরী প্রমুখ।