বিজয় বার্তা ২৪ ডট কম
অয়ন ওসমান ও তার পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতান ও তার বন্ধু মহলের উদ্যোগে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় কায়েমপুর পুরাতন জামে মসজিদ এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল ইসলাম সুজন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা ফারুক প্রধান , জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইমন, ছাত্রলীগ নেতা রানা প্রধান, আজমত আলী আবির, হানিফ আহম্মেদ। ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ, ক্লিন্টন, সোহাগ, আকাশ, পল্টন, মাহিন, রাতুল ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় অয়ন ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি ও প্রয়াত জননেতা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও অয়ন ওসমানের স্ত্রী-সন্তান সহ সকল সদস্যদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। পশ্চিম তল্লা মসজিদে বিস্ফোরণে দগ্ধ হওয়া নিহত ও আহতদের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।