বিজয় বার্তা ২৪ ডট কম
একে এম অয়ন ওসমানের নির্দেশনায় নারায়ণগঞ্জের ফতুল্লা মসজিদে বিস্ফোরণে দগ্ধদের রক্তের সহযোগীতায় ঢামেকের বার্ন ইউনিটে রাতেই ছুটে যান জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান তারা।
এসময় দগ্ধদের স্বজনদের সাথে কথা বলেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। কারো রক্তের প্রয়োজনে হলে তাদের জানাতে বলেছেন নেতৃবৃন্দ।এছাড়া অন্য কোন সহযোগীতার প্রয়োজন হলেও তাদের জানাতে বলেন। রক্ত দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় তারা দগ্ধদের সুস্থ্যতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জের ফতুল্লার শুক্রবার রাত পৌনে ৯ টায় পশ্চিম তল্লা বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজের জামাত শেষ হওয়ার পর এসির বিস্ফোরণে প্রায় ৪০ জন মুসল্লি দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থান আশংকাজনক। দগ্ধরা সবাই বার্ন ইউনিটে ভর্তি আছেন। এদের মধ্যে একজন সাত বছরের শিশু মুসল্লি মৃত্যুবরণ করেছেন। বিস্ফোরণের সূত্রপাত জানতে চার সদস্যের কমিটি গঠনা করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।
ঢামেকে ছুটে যান জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনি, ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বী প্রান্ত, যুবলীগ নেতা মোমিন ,কৃষি বিষয়ক সম্পাদক তুসার সরদার সহ অন্যান্যরা।