বিজয় বার্তা ২৪ ডট কম
বিভিন্ন রোগে আক্রান্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার ৩৮ জনকে ও জেলার জাতীয় সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে ৮ জনকে একাকালীন আর্থিক সহায়তায় চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সহায়তার চেক প্রদান করা হয়।
আজ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৮ জনের প্রত্যেককে ৫০,০০০ টাকা ও ৮ জনের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জবাসীর স্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা মোস্তাইন বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শামীম বেপারী সহ অন্যান্যা কর্মকর্তাবৃন্দ।