বিজয় বার্তা ২৪ ডট কম
আত্মঘাতী হামলার হাত থেকে বেঁচে গেলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
ডেইলি মেলের এক প্রতিবেদনে বলা হয়, চেক প্রজাতন্ত্র সফররত মর্কেলের গাড়িবহরে আক্রমণ করতে এগিয়ে যাচ্ছিল সন্দেহভাজন কালো গাড়ি। পুলিশের গাড়িকে পাশ কাটিয়ে জার্মান চ্যান্সেলরের গাড়ির খুব কাছাকাছিই পৌঁছে গিয়েছিল সেই সন্দেহভাজন। তবে পুলিশের তৎপরতায় আর শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন মর্কেল।
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বহুস্লাভ সোবোক্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে বৃহস্পিতবার প্রাগ পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
চেক পুলিশ জানিয়েছে, চ্যান্সেলরের গাড়ি বহর যখন প্রাগ বিমানবন্দর থেকে মূল শহরের দিকে যখন যাচ্ছিল, তখন একটি কালো মার্সিডিজ গাড়ি সেখানে ঢুকে পড়ার চেষ্টা করে। বহরে থাকা পুলিশের গাড়ি থেকে ওই মার্সিডিজের চালককে সতর্ক করে দেওয়া হয়। বহরে ঢুকতে বারণ করা হয়। কিন্তু সে কথা শোনেনি। পুলিশের একটি গাড়ি সেটির পথ আটকানোর চেষ্টা করলে, মার্সিডিজটি তাকে পাশ কাটিয়ে মের্কেলের গাড়ির আরও কাছাকাছি চলে যায়।
পুলিশ জানায়, অবস্থা বেগতিক বুঝে পুলিশ চলন্ত অবস্থাতেই ঘিরে ফেলে মার্সিডিজটিকে। না থামলে গুলি চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এরপর ওই সন্দেহভাজন গাড়ি থামায়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
জার্মান চ্যান্সেলরের উপরে হামলা করার জন্যই যে ওই সশস্ত্র ব্যক্তি গাড়ি বহরে ঢুকেছিল, তা চেক পুলিশ স্পষ্ট করে বলেনি।
তবে পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বড় ধরনের ক্ষতি করার জন্যই বহরে ঢুকেছিল ওই সন্দেহভাজন ব্যক্তি। কখনও ফ্রান্স, কখনও বেলজিয়াম, কখনও জার্মানিতে একের পর এক জঙ্গি হামলার জেরে গোটা ইউরোপে এখন হাই অ্যালার্ট।