বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে বন্দর ১নং খেয়াঘাট সিএনজি বেবী-অটোরিকশা শ্রমিক কমিটির কার্যক্রম নিয়ন্ত্রণের ফের দায়িত্ব পেলেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। দীর্ঘ দিন পরে হলেও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমানের নির্দেশে রোববার হতে খান মাসুদ হাল্কা যান চলাচল নিয়ন্ত্রণের পুরোপুরি দায়িত্ব বুঝে নেন। এর আগে প্রায় ১মাস কারাভোগের পর বাড়িতে অবস্থান করেন খান মাসুদ। তার দীর্ঘ অনুপুস্থিতির কারণে সিএনজি বেবী-অটোরিকশা শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করায় সম্প্রতি শ্রমিকরার নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামী ওসমানের সরনাপন্ন হয়। সার্বিক বিষয়াদি বিবেচনা করে শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে সাংসদ সেলিম ওসমান শনিবার বন্দরের সমরক্ষেত্রে আয়োজিত বৃক্ষমেলার সমাপণী অনুষ্ঠানের ফাঁকে বন্দর ১নং খেয়াঘাট সিএনজি-বেবী-অটোরিকশা শ্রমিক কমিটির কার্যক্রম পরিচালনার জন্য খান মাসুদকে নির্দেশ দেন। ওই নির্দেশের প্রেক্ষিতেই রোববার থেকে খান মাসুদ আনুষ্ঠানিকভাবে সিএনজি বেবী-অটোরিকশা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন। এ উপলক্ষ্যে রোববার বাদ আছর খান মাসুদের নিজস্ব কার্যালয়ে সাংসদ সেলিম ওসমান,সাংসদ একেএম শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনাসহ প্রয়াত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা,মরহুমা নাগিনা জোহা ও প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ শুকরিয়া আদায় করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে খান মাসুদ ছাড়াও অন্যান্যের মধ্যে অংশ নেন দৈনিক ভোরের কথা’র সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,সমাজ সেবক জসিমউদ্দিন খান, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বাবুল খান,মোঃ বশির খান,কাজল খান,সাইদুর খান,শরীফ হাসান চিশতী,বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফয়সাল কবীর,মোঃ লিটন খান,মেহেদি খান,রুবেল খান,রাজিন খান,র্যালি আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির কর্মকর্তা হাজী মোঃ মফিজ দেওয়ান,প্রবাসী নেতা মোঃ হোসেন,সুলতান মাহমুদ মনসুর,সাংবাদিক ডালিম হায়দার,মহানগর যুবলীগ নেতা মোঃ মাসুম,সুকমল চন্দ্র দে,মনির হোসেন,গোলাম সারোয়ার সবুজ, উজ্জল প্রধাণ মোঃ আজিজ,মোঃ সাজু,মোঃ মনির,উজ্জল আলী,মাসুদ প্রধাণ,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী লুৎফুর রহমান,হোসেন পাটোয়ারী,মোঃ হীরা ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন বন্দর বেবীষ্ট্যান্ড গাউছুল আযম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আবু সুফিয়ান আল কাদেরী।

