এম এস ইসলাম আরজু,বিজয় বার্তা ২৪ ডট কম
নতুন প্রজন্মের বিশিষ্ট কন্ঠ শিল্পি অপর্ণা খান এর সঙ্গীত সন্ধ্যা ও ভালবাসা ভালবাসি কাব্য গ্রন্হের আজ মোড়ক উন্মোচন অনুষ্ঠান সুফিয়া কামাল মিলনায়তন বাংলাদেশ জাতীয় যাদুঘরে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন উৎসব সংস্কৃতি পরিষদ।
বর্তমান সময়ের টিভি ও বেতার কন্ঠ শিল্পি অপর্ণা খান এর লেখা প্রথম কাব্য গ্রন্হটি আবিস্কার প্রকাশনা থেকে প্রকাশিত হয় এবারের একুশের বই মেলায়। আজ এই কাব্য গ্রন্হের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক মন্জুরুল আহসান বুলবুল, সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সঙ্গীত শিল্পি ফাহিম হোসেন চৌধুরী, কবি মারুফুল ইসলাম ও উৎস সংস্কৃতি পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য উজ্জল কুমার মুখার্জি।
মোড়ক উন্মোচন শেষে অপর্ণা খান তার একক সঙ্গীত পরিবেশন করেন। এক আনন্দঘন মনোমুগ্ধকর গান উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।