বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে অন্যায় ও অযৌক্তিক গাসের মূল্য বৃদ্ধির পায়তাড়া বন্ধ করার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, একটি পরাজিত শক্তির মধ্যে দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আমরা নারায়ণগঞ্জে গ্যাস পেয়েছি ৪২ / ৪৩ বছর হবে কিন্তু ৫০ পার নাহতেই গাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। গ্যাস আমাদের প্রধান প্রাকৃতিক সম্পদ আর এই সম্পদ ব্যবহার করার অধিকার এই দেশের মানুষের। বাংলাদেশে যে পরিমাণ গ্যাস ব্যবহার হচ্ছে তার ১২% ব্যাবহৃত হয় আবাসিক এলাকায় আর সাড়ে সাত শতাংশ হচ্ছে বাসা বাড়িতে। এই সাড়ে সাত শতাংশ গাসের মূল্য বৃদ্ধির জন্য সরকার উঠে পড়ে লেগেছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এবি সিদ্দিকি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৈল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলার আহবায়ক রফিউর রাব্বী, দৈনিক খবরের পাতার সম্পাদক এড মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা ওয়ারকার্স পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ শহর শাখা মহিলা পরিষদ এর সভাপতি শাহেনারা বেগম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিশির চক্রবর্তী, সামবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফুল কবির, নাগরিক কমিটির কার্যকরী সদস্য আব্দুল হাই, আসাদুল হক সরকার, নাছির হোসেন প্রমূখ।
বক্তরা আরোও বলেন, এই সরকারের মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন যে গ্যাস দিয়ে নাকি রান্না করলে গ্যাসের অপচয় হবে। তিনি একজন বিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তি সে কি করে এই সব কথা বলে। সরকারের আরেক মন্ত্রী নজরুল হামিদ বিপু বলেন নতুন কওে কোন গ্যাস সংযোগ দেওয়া হবে আবাসিক এলাকায়। নতুন আবাসিক এলাকার সবাই গ্যাস সেলেন্ডার ব্যবহার করতে হবে। এর মূল কারণ হচ্ছে সরকার বিদেশীদের কাছে জিম্মি। সরকার এদেশের সম্পদ বিক্রি করে দিয়েছেন বিদেশীদের কাছে। তিতাস গাসের সাথে জড়িত সকল কর্মকর্তারা সবাই অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। তারা বিভিন্ন শিল্প কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ৩০ /৪০ হাজার করে টাকা আদায় করেন। এর সাথে জড়িত সরকারের মন্ত্রী, এমপি ও বড় বড় ব্যক্তিরা। তারাই তিতাস গ্যাসের কর্মকর্তাদের সাথে জড়িত। আমরা দেখছি বাসাবাড়িতে গ্যাসের চুলাও ঠিকমত জলে না। আমরা নারায়ণগঞ্জ নাগরিক কমিটির পক্ষে থেকে বলতে চাই অযৌক্তিক ভাবে যদি সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করে তাহলে আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবো।

