বিজয় বার্তা ২৪ ডট কম
কাঁচপুর শিল্পাঞ্চলের অনন্ত ডেনিম কারখানার শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও ছাঁটাই প্রত্যাহার করে কাজে পুনঃবহালের দাবীতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সম্মুখে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৩অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১-১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক মোঃ আরিফ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম.এ. শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সিনিয়র নেতা দুলাল সাহা, সহ-সভাপতি আব্দুস সালাম বাবুল, সহ-সাধারন সম্পাদক দিলীপ দাস, শ্রমিক নেতা মোস্তাকিম, কারখানার শ্রমিক তারা মিয়া ও শাকিল প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, অনন্ত ডেনিম কারখানার মালিক সম্পূর্ণ অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্য গত ২৯সেপ্টেম্বর সাময়িকভাবে কারখানা বন্ধ ঘোষনা করেন। কারন শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের নিকট নিয়মতান্ত্রিকভাবে দাবী উত্থাপন করেন। যথা শ্রমিকদের আইনানুগ সকল ছুটি সুযোগ সুবিধাদি দিতে হবে, অর্জিত ছুটি বছর শেষে প্রদান করতে হবে বা টাকা দিতে হবে। কারখানার চলমান প্রোডাকশন বোনাস ১৫দিন অন্তর দিতে হবে। বেসিক বেতনের সমপরিমান ঈদ বোনাস দিতে হবে, সন্ধ্যে ৭টার পর অতিরিক্ত কাজ করালে নাস্তা দিতে হবে। কারখানা কর্তৃপক্ষের শ্রমিকদেরকে দেয়া চলমান দুপুরের খাবার ব্যবস্থা হঠাৎ বন্ধ করা হয়েছে তা পুনরায় চালু করতে হবে। এসকল দাবী সমূহ কর্তৃপক্ষের বরাবর উপস্থাপন করার পর তা বিবেচনায় না নিয়ে বরং শ্রমিকদের বলা হয় কিছু দেয়া হবে না। যার মন চায় কাজ কর নচেৎ চলে যাও। শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী কর্তৃপক্ষ বিবেচনা না করায় শ্রমিকরা ক্ষুব্দ হয় যার প্রেক্ষিতে কর্তৃপক্ষ শ্রমিকদেরকে ভয়ভীতি প্রদর্শন করে গুন্ডাপান্ডা দিয়ে তাদেরকে নির্যাতন করে এবং মালিক কর্তৃপক্ষ নিজেরাই কারখানায় ভাংচুর করে আন্দোলনরত ২৫জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০/৭০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের পুলিশ দিয়ে হয়রানি করছে। ইতিমধ্যে ২জন শ্রমিককে গ্রেফতার করে জেলে প্রেরণ করেন। যারা জামিনে মুক্তিলাভ করেন। অন্যান্যরাও আগাম জামিনে রয়েছেন। কর্তৃপক্ষ ১৭০জন শ্রমিককে ছাঁটাই করে ৩অক্টোবর কারখানা খুলে দেয়েছেন, কিন্তু ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানায় ঢুকতে দেয়া হচ্ছে না। নের্তৃবর্গ কারখানা কর্তৃপক্ষের অন্যায় সিদ্ধান্ত পরিহার করে ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনঃবহাল ও মিথ্যা মামলা প্রত্যাহার করে কারখানায় উৎপাদনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন সারাদেশে শ্রমিকরা যখন মজুরী বৃদ্ধিসহ রেশনিং, বাসস্থান, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে আন্দোলন গড়ে তুলছে ঠিক তখনই মালিকরা শ্রমিকদের আন্দোলনকে দাবিয়ে রাখার হীন উদ্দেশ্যে কারনে অকারনে বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদেরকে ছাঁটাই নির্যাতন ও হামলা মামলা দিয়ে হয়রানি করছে। ছাঁটাই, হামলা মামলা ও নির্যাতন করে শ্রমিক আন্দোলন বন্ধ করা যাবে না। নেতৃবর্গ শ্রমিকদের বেঁচে থাকা, শিল্প বিকাশ ও জাতীয় অর্থনীতির স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারকে অনতিবিলম্বে মজুরী কমিশন বোর্ড গঠন করে বাজারদর অনুসারে শ্রমিকদের ন্যুনতম মূল মজুরী ১০হাজার টাকা, বাড়ী ভাড়া, যাতায়াতভাতা ও চিকিৎসা ভাতাসহ মোট মজুরী ১৬ হাজার টাকা ঘোষনার দাবী জানান।