বিজয় বার্তা ২৪ ডট কম
প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে অসচেতন মানুষ মানছে না লকডাউন ।যার কারনে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। প্রতিনিয়তই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এই জেলায় গত চব্বিশ ঘন্টায় তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ৪২ জনে। গত ২৪ ঘণ্টায় ২২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বমোট এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৯১ জনের। তবে কোন পরীক্ষাগার থেকে নতুন আক্রান্তের তথ্য না পাওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা তারা জানাতে পারছে না বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল জেলায় করোনায় মোট মৃত্যু ছিল ৩৯ জন ও মোট আক্রান্ত ছিল ৬২৫ জন।
এদিকে নারায়ণগঞ্জ দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ ও বাণিজ্য নগরীতে বেশ কিছু কারখানা আজ থেকে চালু করা হয়েছে। যার ফলে অন্য জেলা থেকে শ্রমিকরা নারায়ণগঞ্জে এসে তাদের কর্মস্থানে যোগদান করছেন। যার কারনে নারায়ণগঞ্জে করোনার প্রাদুর্ভাব ভয়াবহ রুপ ধারন করতে পারে বলে আশাংকা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে মুনাফালোভীরা। তাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে নারায়ণগঞ্জের বাজারগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বেশ কিছু বাজার খোলা মাঠে স্থানান্তর করেছেন বলে জানান জেলা প্রশাসন।