বিজয় বার্তা ২৪ ডট কম
আব্দুল করিম বাবু কাউন্সিলর নির্বাচিত হওয়ায় জয়ের আনন্দে মেতে উঠেছে ১৭ নং ওয়ার্ডের ধনী, গরিব সহ সকল শ্রেনীর মানুষ। জয়ী হওয়ার পর থেকেই প্রতিদিনই ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে ভীর জমাচ্ছে আব্দুল করিম বাবুর নিজ কার্যালয়ে সাধারণ জনগন।
ওয়ার্ডবাসীর ভালবাসায় সিক্ত হয়ে আব্দুল করিম বাবু বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই। আপনাদের পাশে নিয়েই কাজ করব। ঝগড়া নয় ভালবাসা, বেকার নয় কাজ, মাদক নয় ভদ্র সমাজ, কথা নয় উন্নয়ন এটিই আমার লক্ষ। আমাকে জয়ী করায় ১৭ নং ওয়ার্ডবাসীর কাছে আমি চিরকতৃজ্ঞ হয়ে থাকবো। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগীতা নিয়েই আমি এই ওয়ার্ডকে উন্নয়নের রুল মডেল হিসেবে গড়ে তুলবো।
এসময় ১৭ নং ওয়ার্ডবাসীরা জানান, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা বাবু ভাইকে জয়ী করতে পেরে আনন্দিত। তিনি কাউন্সিলর না হয়েও এই্ এলাকায় যে পরিমান কাজ করেছেন। এলাকাবাসীর পানির সমস্যা, গ্যাসের সমস্যা সহ সকল সমস্যা সমাধানে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা চাই তিনি কাউন্সিলর সীটে বসে ১৭ নং ওয়ার্ডের উন্নয়নের ধারবাহিকতাকে বাড়িয়ে দিবেন। প্রতিবার আমরা বাবু ভাইকে ১৭ নং কাউন্সিলর হিসেবে দেখতে চাই।
এদিকে আব্দুল করিম বাবু নির্বাচিত হয়ে প্রথমেই এলাকার মরুব্বীদের কাছে দোয়া নেন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের কাছ থেকে দোয়া নিয়ে আসেন।