বিজয় বার্তা ২৪ ডট কম
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে বাংলাদেশকে বিজয় এনে দিয়েছেন মেহদী হাসান মিরাজ। নিজের কৌশল ও পারফরম্যান্স দিয়েই তিনি প্রসংশা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্বে। এত কিছুর করার পরেও খুলনার খালিশপুরের দক্ষিণ কাশিপুর এলাকায় ছোট্ট ভাড়া বাড়িটায় তার বাস, সেখানেই মা-বাবা আর ছোট বোনকে নিয়ে সুখের সংসার।
খালিশপুরে সে বাড়িটি গ্রীষ্মের চড়া রোদে তেতে ওঠে, বৃষ্টি হলেই উঠোনে জমে যায় কাদা। যিনি দেশকে এত বড় গৌরব এনে দিলেন, তার পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মিরাজের পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য একটি উপযুক্ত স্থান খুজে নেয়ার জন্য স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাড়ি তৈরির জন্য উপযুক্ত জমি খুঁজে পেলেই মিরাজ ও তার পরিবারের জন্য বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।
মিরাজের বাবা মো. জালাল হোসেন পেশায় গাড়িচালক। মা মিনারা বেগম গৃহিনী। মিরাজের একমাত্র বোন রুমানা আক্তার মিম্মা।
তারা খুলনার খালিশপুরের হাউজিংয়ের নর্থ জোনের বি ব্লকের ৭ নম্বর প্লটের ভাড়া বাসার বাসিন্দা। এখানে টিনের চালার ঘরে তাদের বসবাস।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বল হাতে নেন ৭ উইকেট। এরপর দ্বিতীয় টেস্টে বল হাতে নেন ১২ উইকেট। অভিষেকে দুই টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ১৯ উইকেট নিয়ে ১২৯ বছরের রেকর্ড ভাঙেন মিরাজ।
পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স করে সিরিজসেরা নির্বাচিত হন ১৯ বছর বয়সি তরুণ অলরাউন্ডার। আর সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে উঠে আসেন ৩৩তম স্থানে।