বিজয় বার্তা ২৪ ডট কম
গত কয়েকদিনের টানা বর্ষণে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিতরে পানি প্রবেশ করেছে। পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টির পানি আটকে শ্রেণি কক্ষে এবং মাঠে পানি প্রবেশ করায় শিক্ষার্থীসহ শিক্ষকদের বিদ্যালয়ে যাওয়া করতে সমস্যা হচ্ছে। এতে কোমল মতি শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌছেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড এলাকায় অবস্থিত পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ও মাঠে পানি প্রবেশ করায় শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্লাশ নিতে সমস্যা হচ্ছে। দুর্ভোগের শিকার হয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মাঠে ও ক্লাশের ভিতরে ময়লা ও দুর্গন্দযুক্ত পানি প্রবেশ করায় কোমল মতি শিক্ষার্থীরা এসব পানিতেই ক্লাশ করতে বাধ্য হচ্ছে। তাছাড়া এসব ময়লা ও দুর্গন্ধ যুক্ত ময়লা পানিতে যাতায়াত করে শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়ার আশংকা করছে অভিভাবকরা। একাধিক শিক্ষার্থী জানায়, এসব ময়লা ও দুর্গন্ধযুক্ত ময়লা পানির মধ্য দিয়েই ক্লাশে আসা যাওয়া করতে হচ্ছে। এতে তাদের নানা অসুখসহ পায়ে ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত পানি নিস্কাশনের দাবি কোমলমতি শিক্ষার্থীদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুসরাত চৌধুরী জানান, বর্ষায় টানা বৃষ্টির কারণে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আশপাশে পানি নিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি সাংবাদিক এস এম আমীর হোসেন জানায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কংশ নদী ও আশপাশের খাল ভরাট হয়ে যাওয়ায় এবং টানা বৃষ্টির পানি প্রবাহের পর্যাপ্ত জলাধার না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এসব খাল ও কংস নদী খনন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি থেকে রক্ষার দাবি জানিয়েছেন তিনি।