বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ফতুল্লার রঘুনাথপুর এলাকায় অটোরিক্সা চালক আবু-তাহেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দূর্বৃত্তরা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আবুতাহের নিহত হন। এই ঘটনা ঘটেছে গত ৩ ডিসেম্বর রাত ১০ টা হতে গতকাল ভোর ৬টার মধ্যে যেকোন সময়। ফতুল্লা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে প্রাথমিক তদন্তে সুরতহালের রিপোর্ট নিয়ে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করেছেন।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার অনিল সরকারের বাড়ীতে ভাড়া থাকে আবু-তাহের ও তার স্ত্রী নাসিমা বেগম সহ পরিবারের সদস্যরা। আবু-তাহের বগুড়া জেলার সারিয়া কান্দি থানাধীন কুতুবপুর গ্রামের বাসিন্দা। জীবন জীবিকার তাগিদে আবু-তাহের নারায়ণগঞ্জ এসে সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করে। সে অটো রিক্সাচালিয়ে দিনাতিপাত করে। প্রতিদিনের ন্যায় গত ৩ ডিসেম্বর রাত ১০টায় আবু-তাহের অটোরিক্সা নিয়ে বের হয়। এর পর আর সে বাসায় ফিরে আসেনি। পরের দিন ভোর ৬টায় অজ্ঞাত নামা লোক ফোন দিয়ে বলেন, এই ফোনের মালিককে লাশ ঢাকা Ñ–নারায়ণগঞ্জ লিংক রোড রঘুনাথ পুর এলাকায় লাশ পরে আছে।অত;পর নিহতের পরিবারের সদস্যরা এসে লাশ দেখে চিনতে পারে।তখন জানাযায়, নিহতের নাম আবু-তাহের(৫০)।সে গত ৩ ডিসেম্বর রাত ১০টায় ব্যাটারী চালিত অটো রিক্সা নিয়ে বের হয়।এরপর সে বাসায় ফিরে যায়নি। ফতুল্লার রঘুনাথপুর এলাকায় লিংক রোডে অজ্ঞাত নামা দুস্কৃতিরা আবু- তাহের কে কুপিয়ে রক্তাক্ত জখম করে রিক্সা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনা স্থলে ফতুল্লা মডেল থানার এস আই মশিউর রহমান গিয়ে লাশের প্রাথমিক সুরাত হালের রির্পোট করে লাশটি মর্গে প্রেরন করেন।এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় নিহতের ছেলে মো.নাজমুল হাসান (২১)বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন।পুলিশ আসামী গ্রেফতারের জন্যে জোড় চেষ্টা চালাচ্ছেন বলে থানা পুলিশ জানান।