বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠানের স্কুল শাখার ১৫ তম ও কলেজ শাখার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১১ টায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, এম এ হাসেম ইয়াতুন্নেছা ফাউন্ডেশন পরিচালিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ১৫তম ও কলেজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সকাল ১০ টায় শুরু হয়। অনুষ্ঠানে সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা মোজাফফর, শিক্ষানুরাগী প্রকৌশলী আহসান উল্লাহ, কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিশির ঘোষ অমর, আবুল হোসেন, রাজিবসহ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকা-শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রথম পর্বে আলোচনা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দেশাত্ববোধক ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।