নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রতি বছরের মত এইবারও জাকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে সকাল বার্তা প্রতিদিনের পরিবার দিবস-২০১৬। অনুষ্ঠানে সাংবাদিক, কবি রাজনীতিবিদ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ নিয়ে পরিবার দিবসটিতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল ১০ টায় নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার থেকে গাড়ি ছেড়ে বেলা ১২ টায় সোনারগাঁ জাদুঘরে এসে পৌঁছায়। সোনারগাঁ জাদুঘরের অপরুপ দৃশ্য সকাল বার্তা প্রতিদিনের পরিবারের দিবসে আসা সদস্যরা উপভোগ করে। দুপুরে মনোরম পরিবেশে অনুষ্ঠানে আসা বিভিন্ন অতিথিরা ভোজন পর্ব সেরে নেয়। তারপর কৌতুক শিল্পিদের কৌতুক দিয়ে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। এসময় শিশু শিল্পীরা গানের মাধ্যমে মাতিয়ে তুলে পুরো পরিবেশ।
একে এক করে শিশু শিল্পীদের গান শেষে শুরু হয় বিটিভির গায়িকা শাহিনা চৌধুরী’র মনোমুগ্ধকর গান। একটু পরেই সকাল বার্তা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক প্লাবন রাজু’র মেয়ে রুপন্তি গানে অতিথিরা মুগ্ধ হয়ে উঠে। অতিথিরা রুপন্তি’র গানে মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করে। বিভিন্ন কন্ঠশিল্পীদের গানে ও অতিথিদের কয়েকজনের নাচে পুরো পরিবেশ যেন আনন্দমুখর হয়ে উঠেছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কুপনের লটারীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকালবার্তা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক প্লাবন রাজু অনুষ্ঠানটির সমাপ্তি করেন।