নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আসন্ন সদর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহন করতে ইচ্ছুক চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা ৭ম দিনেও নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে ভীড় জমায়।
শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ ৭ম দিনে এনায়েত নগর, কুতুবপুর ও গোগনগর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান সহ মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
৭ম দিনে মনোনয়ন পত্র জমা দানকারী চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন, গোগনগর ইউনিয়নের প্রার্থী নওশেদ আলী, এনায়েতনগর ইউনিয়নের প্রার্থী হাজ্বী মোঃ আব্দুস সালাম।
এদিকে মেম্বার পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন, এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রার্থী মোঃ সামসুল হক, মোঃ মোশারফ হোসেন, ৬নং ওয়ার্ডের আহম্মদ মুন্সি। গোগনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রার্থী আব্দুল মোতালিব, ৭নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ডের মোঃ আক্তার হোসেন। কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ নজরুল ইসলাম মাদবর, মোঃ আব্দুর রাজ্জাক, ৬নং ওয়ার্ডের হাজ্বী নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আরিফুর রহমান আরিফ, ৭নং ওয়ার্ডের মোঃ ওয়াসিম।
এছাড়াও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীদের মধ্যে রয়েছেন, কুতুবপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে আছমা বেগম মনোনয়ন পত্র জমা দেন।