নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী(১৩)অপহরণ মামলায় ভিকটীম উদ্ধার ও কথিত প্রেমিক নূর মোহাম্মদ(২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধায় রাজধানীর সদরঘাট এলাকা হতে তাদেরকে আটক করা হয়। তবে অল্পের জন্য বুড়িগঙ্গা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে রক্ষা পায় নূর মোহাম্মদের অপরাপর সহযোগী মাসুদ। মামলায় উল্লেখ করা হয়,বন্দর ২৫ নং আমিন আবাসিক এলাকার মৃত সমশের আলীর মেয়ে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ’র নবম শ্রেণী’র ছাত্রী(১৩)কে পার্শ্ববর্তী কল্যান্দী নয়ানগর সালে আহাম্মদ ওরফে সালঅমত মিয়ার ছেলে নূর মোহাম্মদ দীর্ঘ দিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। ওই প্রস্তাবে রাজী না হওয়ার জের ধরে গত ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইনস ডে’ ভালবাসা দিবসের দিন সন্ধা সোয়া ৬টায় কিশোরী ওই শিক্ষার্থী বাসার নিচের দোকান হতে সদাই কেনার সময় নূর মোহাম্মদ এবং তার বন্ধু মাসুদ ও ফারুক অজ্ঞাত একটি সিএনজি’তে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে কিশোরীর শিক্ষার্থী(১৩)এর পিতা হাজী মোহাম্মদ আলী বাদী হয়ে ঘটনার ২দিন পর বন্দর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। যার নং ১৭(২)১৬ইং। ওই মামলার পর পরই মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোখলেছুর রহমান ভিকটীমসহ কথিত প্রেমিক নূর মোহাম্মদকে আটক করতে সক্ষম হয়। এদিকে নূর মোহাম্মদের পরিবারের দাবি,প্রেমের টানে স্বেচ্ছায় কিশোরী ঘর ছেড়ে নূর মোহাম্মদের হাত ধরে পালিয়েছে।